লক্ষ্মীপুরে জেলা পরিষদের ইফতার মাহফিল
লক্ষ্মীপুরে জেলা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহ্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাবেক সভাপতি এম আলাউদ্দিন প্রমুখ।
এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। এ সরকার দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে। দেশব্যাপী উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সে লক্ষ্যে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।