চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
চট্টগ্রামের চান্দগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরমান হাজারী (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাত ৪টার দিকে থানার শমসেরপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) নাসিম, উপপরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া, উপপরিদর্শক (এসআই) মুহিবুল ইসলাম, এএসআই আতা উদ্দিন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকেরুল ইসলাম জানান, নিহত আরমান হাজারী চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে ধরতে আমরা আজ ভোররাতে শমসেরপাড়ায় অভিযান চালাতে যাই। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরমানের বাহিনী আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আমরাও পাল্টা গুলি চালাই। এতে আরমান গুলিবিদ্ধ হন। আমাদের চার সদস্যও আহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে তিনটি এলজি উদ্ধার করা হয়েছে।’
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই )পঙ্ক্জ বড়ুয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে আরমান হাজারীকে মেডিকেলে আনা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।