পিএইচপি কুরআনের আলোয় প্রথম নেত্রকোনার সিবগাতুল্লাহ

পিএইচপি কুরআনের আলো হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ তে বিজয়ী হয়েছে নেত্রকোনার প্রতিযোগী হাফেজ সিবগাতুল্লাহ খান লাবীব।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত চার প্রতিযোগীর মধ্যে বিজয়ী হন সিবগাতুল্লাহ। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে চট্টগ্রামের প্রতিযোগী হাফেজ তারেক মনোয়ার, তৃতীয় হয়েছে সিলেটের হাফেজ মামনুন সাইদ ও চতুর্থ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী হাফেজ তানিম আহমেদ।
সুরেলা কণ্ঠের স্বীকৃতি স্বরুপ হাফেজ আরিফ বিল্লাহর হাতে সেরা কণ্ঠের পুরস্কার তুলে দেন এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ।
হাফেজ সিবগাতুল্লাহ খান লাবীব বলে, ‘আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে বিজয়ী হইছি। আমার খুব ভালো লাগছে। আমি ভবিষ্যতে আল্লাহর রহমতে হাক্কানি আলেম হতে চাই।’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কুরআন আমাদের জীবনাচরণ শিক্ষা দিয়েছে। তাই কুরআন নির্দেশিত সঠিক, সত্য ও ন্যায়ের পথে চলতে হবে। তিনি বলেন, আমাদের সমাজে মূল্যবোধের বড়ই অভাব। কুরআন নির্দেশিত পথে চলতে পারলে অনেক অন্যায় অবিচার প্রতিরোধ সম্ভব।
পিএইচপি কুরআনের আলো হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ তে প্রথম নেত্রকোনার প্রতিযোগী হাফেজ সিবগাতুল্লাহ খান লাবীবের হাতে পুরস্কার তুলে দেন তার উস্তাদ। ছবি : এনটিভি
পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো, মোশাররফ হোসেন ভূঁইয়া, রহিম আফরোজ গ্রুপের পরিচালক নিয়াজ রহিম, এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম এবং কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদসহ আমন্ত্রিত অতিথিরা।
গ্র্যান্ড ফিনালের শুরুতে পবিত্র মক্কা নগরী থেকে ভিডিও বার্তায় অনুষ্ঠানের সাফল্য কামনা করেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘কুরআনের আলো অনুষ্ঠান শুধু বাংলাদেশেই না, বাংলাদেশের বাইরেও যারা আছে তারা সবাই এটা পছন্দ করে। আমি যেখানেই যাই সবাই বলে, এই অনুষ্ঠানটি তারা দেখে এবং তারা সব সময় রিকোয়েস্ট করে এই অনুষ্ঠানের সময় বাড়ানো যায় কি না, অনুষ্ঠানটা শুধু রোজার মাস নয়, অন্য সময় করা যায় কি না। আমি এই অনুষ্ঠান নিয়ে এনটিভির চেয়ারম্যান হিসেবে গর্ববোধ করি। আমি আজকের এই অনুষ্ঠানের যাঁরা সম্মানিত বিচারক আছেন, যাঁরা অংশগ্রহণ করেছে শিশু-বাচ্চারা এবং বিভিন্নভাবে যাঁরা সাহায্য-সহযোগিতা করেছেন, কলাকুশলী আছেন এবং যাঁরা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আমি সবাইকে এনটিভি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।’
পিএইচপি কুরআনের আলো হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ –এর গ্র্যান্ড ফিনালের শুরুতে সৌদি আরবের পবিত্র মক্কা নগরী থেকে ভিডিও বার্তায় অনুষ্ঠানের সাফল্য কামনা করেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। ছবি : এনটিভি
এনটিভির চেয়ারম্যান বলেন, ‘আমরা আশা করি, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আপনাদের সাহায্য-সহযোগিতা ও দোয়া থাকলে কুরআনের আলো আমরা প্রতি বছরই করতে পারব এবং কুরআনের আলোর এই শিক্ষা আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। কুরআন এমন জিনিস যার মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু আছে। আমরা যদি কুরআনকে ধরে রাখতে পারি, আমাদের জীবনে আর কিছুই প্রয়োজন হবে না। আমরা আশা করব, শুধু এই রমজান মাস নয়, আমরা সারাজীবন এই কুরআনের আলোয় আলোকিত হয়ে মানুষ হিসেবে বেঁচে থাকতে পারি।’
পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফি মো. মিজানুর রহমান বলেন, ‘আমাদের জীবনকে সত্যিকারভাবে যদি ত্রুটিমুক্ত করতে চাই, সমাজকে যদি বিনির্মাণ করতে চাই, দেশ থেকে দুর্নীতিমুক্ত করতে চাই, সমস্ত মানবীয় গুণাবলিতে সমৃদ্ধ দেশ যদি করতে চাই, তাহলে এই কুরআনুল কারিমের অনুশাসনের বিকল্প কিছু আর নাই।’
এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ বলেন, ‘আজকে আমরা ১০ বছরে পা দিয়েছি। এবং এই অনুষ্ঠানের প্রতিযোগীগণ আন্তর্জাতিক পর্যায়ে এরইমধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করে দেশের সুনাম অর্জন করেছে।’