চাঁদপুরে এনটিভি পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে অডিশন

দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল এনটিভিতে প্রচারিত রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ চাঁদপুর জেলার অডিশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জেলার মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসায় এই বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে কুরআনের হাফেজরা অংশ নেন। এর মধ্যে চার প্রতিযোগী চূড়ান্ত বাছায়ে জন্য নির্বাচিত হন।
বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন কোরআনের আলো ফাউন্ডেশনের পরিচালক হাফেজ জায়েদ বিন ইউসুফ, বিশ্বজয়ী হাফেজ কারি হোসাইন আহমেদ।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চারজনকে যথাক্রমে চার লাখ, তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বিজয়ীরা পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ে বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য মোট ২৫ লাখ টাকা পুরস্কার রয়েছে।
পিএইচপি কুরআনের আলো চাঁদপুর প্রতিনিধি হাফেজ মাইনুদ্দিন খান ইসলামাবাদীর পরিচালনায় চাঁদপুরে বাছাই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাজাকাত হারুন মানিক, ডা. আব্দুল মোবিন, মুফতি মাসরুল হক, মো. কামরুজ্জামান ও দেওয়ান আবুল বাশার।