‘পিএইচপি কুরআনের আলো’র সেরাদের সেরা হাফেজ আনাস এনটিভিতে
কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার সেরাদের সেরা হাফেজ নাসরুল্লাহ আনাস।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এনটিভিতে আসেন ৭৪টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জনকারী সেই হাফেজ আনাস।
এনটিভির প্রধান কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী।
এ সময় হাফেজ নাসরুল্লাহ আনাস বলেন, আমার কুরআনের যাত্রা শুরু হয়েছিল পিএইচপি কুরআনের আলোর মধ্যদিয়ে। আমার আজ যে আন্তর্জাতিক অর্জন, তার শুরুটা বলতে গেলে এখান থেকেই।
হাফেজ আনাস আরও বলেন, আমি পিএইচপি কুরআনের আলো ও এনটিভিকে ধন্যবাদ জানাই যে তারা আমাকে মনে রেখেছে এবং আজ সম্মানিত করেছে। আমরা চাইব যেন তারা সারাজীবন এভাবে আমাদের মতো কুরআনের হফেজদের সাথে থাকে।
আনাসের কুরআন তিলাওয়াতের পথচলা শুরু হয় ২০২২ সালের এনটিভির জনপ্রিয় আয়োজন পিএইচপি কুরআনের আলোর মধ্যদিয়ে। সে সময় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। আর সেই যাত্রাই একসময় তাকে পৌঁছে দেয় বিশ্ব দরবারে।
আনাসের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার লোপাড়া গ্রামে। তিনি পড়াশুনা করছেন রাজধানীর মারকাযুত তাহফিজে ইন্টারন্যাশনাল মাদ্রাসায়।
এনটিভির জনপ্রিয় আয়োজন পিএইচপি কুরআনের আলো, যেখানে প্রতিযোগিতা হয় যোগ্যতার, আর জন্ম নেয় আন্তর্জাতিক মানের হাফেজ।

নিজস্ব প্রতিবেদক