সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ চার
চট্টগ্রামের শীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙার কারখায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কুমিরা এলাকায় শীতল এন্টারপ্রাইজ নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন নাজিম, আল আমিন, মোখলেস ও শাহজাহান। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সাইদুল হক নামের এক ব্যক্তি জানান, আজ সকালে কাজে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন শ্রমিকরা। এ সময় তাঁদের থাকার ঘরে বিকট শব্দে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এ সময় চারজন দগ্ধ হন।
চমেকের কর্তব্যরত চিকিৎসক ফারজানা জানিয়েছেন, হাসপাতালে নেওয়া চার শ্রমিকের শরীরের ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ঝলসে গেছে।