চট্টগ্রামে বৃষ্টি হলেই হাঁটুপানি, সড়কজুড়ে খানাখন্দ
সড়কজুড়ে খানাখন্দ আর বৃষ্টি হলেই হাঁটুপানি-এ চিত্র চট্টগ্রামের অধিকাংশ সড়কের। সেই সঙ্গে যত্রতত্র গাড়ি পার্কিং, ধীরে চলা ফ্লাইওভার নির্মাণের কাজ নগরবাসীর দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে।
বন্দরনগরী চট্টগ্রামের প্রধান সড়কের এ বেহাল দশা, সেই সঙ্গে তীব্র যানজটের কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের। তবে সিটি করপোরেশনে নতুনভাবে বরাদ্দ দিয়ে এসব সংকট দূর করা সম্ভব বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তবে নগর বিশেষজ্ঞরা বলছেন, শুধু অর্থ বরাদ্দ বা প্রকল্প গ্রহণ নয়, ছোট গাড়ির সংখ্যা কমিয়ে নগরীতে গণপরিবহন বৃদ্ধি, ফুটপাতের দখল ঠেকানো, যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ, অপরিকল্পিত পার্কিং বন্ধে আরো কঠোর হতে হবে প্রশাসনকে।
এনামুল হক ও সুমন গোস্বামীর ছবিতে বিস্তারিত দেখুন আরিচ আহমেদ শাহ্র ভিডিও প্রতিবেদনে :