জামালপুরে গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী।
জানা গেছে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারেননি গণঅধিকার পরিষদের প্রার্থী মো. রফিকুল ইসলাম। পরে তিনি উচ্চ আদালতে আপিল করলে তার মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য নির্দেশ দেন আদালত।
গণঅধিকার পরিষদের প্রার্থী মো. রফিকুল ইসলাম বলেন, সেদিন সময়সীমা অতিক্রম করায় মনোনয়নপত্র জমা দিতে পারিনি। এজন্য হাইকোর্টের শরণাপন্ন হই। আজ থেকে নির্বাচনের কার্যক্রম শুরু করছি।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী জানান, যাচাই-বাছাই শেষে জামালপুর-১ আসনের প্রার্থী মো. রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে এ নিয়ে মোট প্রার্থী হলেন পাঁচজন। প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের মুহাম্মদ নাজমুল হক সাইদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রউফ তালুকদার, জাতীয় পার্টির এ কে এম ফজলুল হক ও গণঅধিকার পরিষদের মো. রফিকুল ইসলাম।

আসমাউল আসিফ, জামালপুর