পদ্মার পানি বাড়ায় মানুষের দুর্ভোগ
মুন্সীগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাগ্যকুল পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদীর।
এতে পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে পদ্মাতীরের শত শত পরিবার। সেই সঙ্গে পাল্লা দিয়ে অব্যাহত রয়েছে নদীভাঙন।
লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলার নদীতীরের দুই শতাধিক বসতবাড়ি ভাঙনের কবলে পড়েছে বলে স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় কিছু ত্রাণ দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম বলে অভিযোগ করেছে বানভাসি মানুষ।