সাত বছর আগের মামলায় হুম্মামকে গ্রেপ্তার
হুম্মাম কাদের চৌধুরীকে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ধানমণ্ডি এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : ফোকাস বাংলা
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাত বছর আগে করা মারামারির একটি মামলায় আজ শনিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
urgentPhoto
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বার্তা সংস্থা বাসসকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ধানমণ্ডি এলাকার একটি বাসা থেকে হুম্মামকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, ২০০৮ সালের ২৫ জুলাই মারামারির অভিযোগে রাজধানীর গুলশান থানায় হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
হুম্মাকে গ্রেপ্তারের পর মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়ে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অনলাইন ডেস্ক