জয়পুরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাঁঠালবাড়ী ও দক্ষিণ কানুপুর গ্রামে আজ রোববার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় জানান, আজ বেলা ১১টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী গ্রামের রশিদুলের শিশু মেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রেশমা বাড়ির পাশের পুকুরে পা ধুতে গিয়ে পড়ে যায়। এতে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।
অপর দিকে বেলা সাড়ে ১১টার দিকে একই উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামে জিহানুর রহমান জিহানের চার বছরের শিশু ছেলে সাবিব হোসেন ও শিশুটির চাচাতো ভাই অনু বাড়ির বাইরে পুকুরের পাশে খেলা করছিল। এরপর কোনো এক সময় শিশু দুটি পানিতে পড়ে যায়। টের পেয়ে স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শিশু সাবিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর শিশু অনুকে অচেতন অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।