জয়পুরহাটে আন্তস্কুল মহিলা হ্যান্ডবলে ব্র্যাক কিশোরী স্কুল চ্যাম্পিয়ন
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার আন্তস্কুল মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা, ২০১৫-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে চকগোপাল ব্র্যাক কিশোরী বিদ্যালয় দল জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়কে ৭-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
বিজয়ী দলের সিনথিয়া ফাইনাল খেলায় একা তিনটি গোল করে হ্যাট্রিকের গৌরব অর্জন করে। অপরদিকে আজকের এ খেলায় চমকপ্রদ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছে রানার্স আপ জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় দলের গোলকিপার রিফা তাসনিয়া তামিম।
জয়পুরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ হ্যান্ডবল প্রতিযোগিতায় সদর উপজেলার আটটি বিদ্যালয়ের মহিলা হ্যান্ডবল দল অংশ নেয়। শিগগিরই অন্যান্য উপজেলায়ও অনুরূপ আন্তস্কুল মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলগুলোর অংশগ্রহণে জেলা পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শাম্মী আজিজ সাজ।
খেলা শেষে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকপত্মী সাকেরা খানমের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন যথাক্রমে জেলা প্রশাসক আবদুর রহিম ও পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট