জঙ্গি অর্থায়নের অভিযোগে আরো একজন গ্রেপ্তার
জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে আরো একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। চট্টগ্রাম র্যাব ৭-এর একটি প্রতিনিধিদল এনামুল হক নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
আজ শনিবার রাতে র্যাব ৭-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল মাহমুদ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এনামুল হকের বিরুদ্ধে শহীদ হামলা ব্রিগেডকে জঙ্গি তৎপরতা চালানোর জন্য ১৬ লাখ টাকা দেওয়ার অভিযোগ রয়েছে।
তবে তাঁর সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব কর্মকর্তা জানান, আগামীকাল রোববার সকাল ১০টায় র্যাব ৭-এর বন্দরনগরীর পতেঙ্গা কার্যালয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ১৮ আগস্ট শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে ঢাকার ধানমণ্ডি থেকে আটক করে র্যাব। এঁরা হলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন ও অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন।
জিজ্ঞাসাবাদের জন্য তিন আইনজীবীকে দুই দফায় রিমান্ডে নেয় পুলিশ। গত ২৩ আগস্ট চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁরা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাঁরা এখন কারাগারে আছেন।