আট মাসে ২৯ লাখ ইয়াবা উদ্ধার : র্যাব
চট্টগ্রামে গত আট মাসে ২৯ লাখ ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রোববার সকালে চট্টগ্রামের পতেঙ্গা র্যাব ৭-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জাননো হয়। সর্বশেষ গতকাল তিন লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করে র্যাব।
urgentPhoto
র্যাব ৭-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, গতকাল শনিবার রাতে কর্ণফুলী থানার মোহাম্মদ উল্লাহপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব সদস্যদের দেখে পালিয়ে যাওয়ার সময় আমির হোসেন নামের একজনকে আটক করা হয় তখন। পরে তাঁর কাছ থেকে দুই দফায় আরো মোট এক লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা।
গত ২৬ জুলাই র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ইয়াবা ব্যবসায়ী জাফর এসব ইয়াবা মজুদ করে রাখছিল বলে জানায় র্যাব। তার মামাশ্বশুর আমির হোসেন বর্তমানে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করছেন।
সম্প্রতি ঢাকার একটি অনুষ্ঠানে ইয়াবার ভয়াবহতার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মহামারী আকারে যে মাদকটি এখন সর্বত্র হাতের মুঠোয় চলে এসেছে, সেটি হচ্ছে ইয়াবা। ইয়াবার নেশা ভয়াবহ আকার ধারণ করেছে। এটা আমাদের দেশে তৈরি হয় না। কিন্তু তারপরও আমাদের দেশে এটি আসছে মিয়ানমার থেকে।’
ইয়াবা নিয়ন্ত্রণে সাধ্যমতো চেষ্টা চালানো হচ্ছে মন্তব্য করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা যখন যেটা প্রয়োজন তাই করছি। আমরা টেকনাফে নিয়মিত অভিযান চালাচ্ছি। কিন্তু খুব যে একটা ফল আসছে আমার কাছে তা মনে হয় না। আমার কাছে মনে হয়, এ জন্য সচেতনতা খুব বেশি জরুরি।’