পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ ‘চরমপন্থী’ নিহত

পাবনার আমিনপুর থানার ঢালারচরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিজাম মণ্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিজাম মণ্ডল আন্তজেলা ডাকাত দলের প্রধান এবং চরমপন্থী দলের নেতা ছিলেন। তিনি পাবনার ঢালারচরে চাঞ্চল্যকর তিন পুলিশ হত্যা মামলার প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ী জেলায় সাতটি খুন ও দুটি অপহরণ মামলা রয়েছে।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানা পুলিশ জানতে পারে, ঢালারচর মালদারহাট এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের পর ডাকাতরা পালিয়ে গেলেও পুলিশ নিজাম মণ্ডলকে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, তিনটি গুলি, দুটি কার্তুজ ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
২০১০ সালে ঢালারচরে পুলিশের তিন সদস্যকে হত্যা মামলা প্রধান আসামি নিজাম মণ্ডল।