প্রেমিককে গাছে বেঁধে স্কুলছাত্রীকে গণধর্ষণ : দুজন গ্রেপ্তার
নড়াইল সদরের সুবুদ্ধিডাঙ্গা গ্রামে প্রেমিককে বেঁধে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
দুই আসামি হলো সুবুদ্ধিডাঙ্গা গ্রামের শাহজালাল মিনা (২৩) ও একই গ্রামের এনামুল (২৭)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১৯ জুন রাতে নড়াইলের সুবুদ্ধিডাঙ্গা গ্রামে প্রেমিককে গাছে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণের ঘটনা ঘটে। পরদিন তিনজনের নামে সদর থানায় মামলা দায়ের হয়। ঘটনার দিন স্কুলপড়ুয়া মেয়েটি প্রেমিককে সঙ্গে নিয়ে যশোর থেকে নড়াইলে আসছিল। নড়াইলের হবখালী আদর্শ কলেজ এলাকায় পৌঁছালে অটোবাইকটি রাত ৯টার দিকে তাদের নামিয়ে দেয়। এরপর ওই এলাকার মাসুমের দোকানের কাছে আট-নয়জন লোক তাদের দুজনের পথরোধ করে। একপর্যায়ে অভিযুক্ত রফিকুল মিনা, শাহজালাল মিনা ও মাসুম মিনা হবখালী কলেজ এলাকায় প্রেমিককে গাছে বেঁধে রেখে পাটক্ষেতে নিয়ে প্রেমিকা গণধর্ষণ করে।