চলন্ত বাসে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
টাঙ্গাইলে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক ও দুই সহকারীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাসচালক মো. আলতাফ, চালকের সহকারী মো. সাগর ও মো. রাব্বি। এই ঘটনায় ‘সাভার পরিবহণ’ এর একটি বাস জব্দ করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, ভুক্তভোগী তরুণী রাজধানীর একটি কলেজের ছাত্রী। বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনি ঢাকার রেডিওকলোনি এলাকা থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশে সাভার পরিবহণের ওই বাসটিতে ওঠেন। বাসে আগে থেকেই দুই জন যাত্রী ছিল। পথিমধ্যে অন্য যাত্রীরা নেমে গেলে বাসটি ফাঁকা হয়ে যায়। এই সুযোগে চালক ও সহকারীরা মিলে ওই ছাত্রীকে আটকে ফেলে। প্রথমে তারা ছাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর বাসটি বিভিন্ন সড়কে ঘুরিয়ে রাতভর ওই ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ করে এবং সেই দৃশ্যের ভিডিও ধারণ করে রাখে।
ওসি শরীফ আরও জানান, আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। হাইওয়ে পুলিশ বাসটিতে গিয়ে চালককে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায়। এক পর্যায়ে বাস তল্লাশি করে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে ছাত্রীর দেওয়া অভিযোগের ভিত্তিতে চালক ও তার দুই সহযোগীকে তাৎক্ষণিক আটক করে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীকে বর্তমানে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে।

মাহমুদুল হাসান, টাঙ্গাইল (ঘাটাইল-ভূঞাপুর-গোপালপুর)