কেমিক্যাল মেশানো ৬৫ বস্তা সুপারিসহ দুজন আটক
লক্ষ্মীপুর সদর উপজেলায় নিষিদ্ধ কেমিক্যাল মেশানো ৬৫ বস্তা সুপারিসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার চর মণ্ডল গ্রামের মো. বাবুল হোসেন ও দালাল বাজার এলাকার মো. বেলাল হোসেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল রাতে পশ্চিম লক্ষ্মীপুর গ্রাম থেকে কেমিক্যাল মেশানো বিপুল পরিমাণ সুপারি জেলার বাইরে পাঠানো হচ্ছে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাজান আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অভিযানে ঘটনাস্থল থেকে ট্রাকভর্তি ৬৫ বস্তা সুপারিসহ দুই শ্রমিককে আটক করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলায় জব্দ হওয়া সুপারি উপজেলা পরিষদ প্রাঙ্গণে রোলার দিয়ে পিষে বিনষ্ট করা হয়। ছবি : এনটিভি
ইউএনও মোহাম্মদ শাহাজান বলেন, জব্দ হওয়া সুপারি উপজেলা পরিষদ প্রাঙ্গণে রোলার দিয়ে পিষে বিনষ্ট করা হয়েছে। এ ছাড়া আটক দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে জানান তিনি।
পরে জরিমানা করা টাকা পরিশোধ ও সুপারিতে আর কখনো কেমিক্যাল মেশাবেন না বলে মুচলেকা দিলে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।