শিশু জিনাতকে খুঁজছে পরিবার

জিনাত আক্তার। ছবি : সংগৃহীত
নাম জিনাত আক্তার (১২)। বাবার নাম আব্দুল মালেক, মায়ের নাম রাজিয়া বেগম। বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর গ্রামে।
গত ২৭ জুন দুপুর ২টার দিকে কাউকে কিছু না বলে রাজধানীর গ্রিন রোড স্টাফ কোয়ার্টার বাসা নম্বর ৯/ইউ, ধানমণ্ডি থেকে বেরিয়ে যায় জিনাত। এরপর আত্মীয়স্বজনসহ অনেক জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার।
এ ঘটনায় ২৭ জুন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর : ১১১৬) করেছে জিনাতের পরিবার।
বাসা থেকে বের হওয়ার সময় জিনাতের পরনে ছিল লাল প্রিন্টের কামিজ, কালো সালোয়ার ও কালো ওড়না ছিল। উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি। তার সন্ধান পেলে কলাবাগান থানা অথবা বাসার নম্বরে ০১৯১১৯৫৯৫৯৮ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবারের সদস্যরা।