খাতুনগঞ্জ থেকে তিন ট্রাকভর্তি কাপড় উদ্ধার
চট্টগ্রামে বন্ডের আওতায় আমদানি করা তিন ট্রাকভর্তি কাপড় খাতুনগঞ্জ বাজার থেকে উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব কাপড় উদ্ধার করা হয়। উদ্ধার করা কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ছয় কোটি টাকা বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মোকাদ্দেস হোসেন জানান, এসব কাপড় বন্ডের সুবিধা নিয়ে আমদানির পর খোলাবাজারে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খাতুনগঞ্জ বাজার থেকে তিন ট্রাকভর্তি কাপড় জব্দ করা হয়। এসব কাপড় ট্রাকে করে নিয়ে গুদামজাত করছিল একটি চক্র। অভিযানটি রাত সাড়ে ১১টা থেকে শুরু হয়ে সকাল সাড়ে ৭টা পর্যন্ত পরিচালনা করেন গোয়েন্দা কর্মকর্তারা।
শুল্ক কর্মকর্তা জানিয়েছেন, বন্ডের মাধ্যমে আমদানি করা এসব কাপড় শুল্কমুক্ত। কিছু অসাধু ব্যবসায়ী সরকারি সুবিধা গ্রহণ করে তা খোলাবাজারে বিক্রি করে বলে জানান কর্মকর্তারা।