সরকার কোনো নীতি মানছে না : আমীর খসরু
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে কোনো নীতি মানছে না সরকার। আজ শনিবার সকালে চট্টগ্রামের নসিমন ভবনে বিএনপির কার্যালয়ে দলীয় এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ বলেন, ‘আজকে কোনো প্রিন্সিপাল (নীতি) মানা হচ্ছে না। অর্থনীতির প্রিন্সিপাল মানা হচ্ছে না। গণতন্ত্রের প্রিন্সিপাল মানা হচ্ছে না এবং সংবিধানের কোনো প্রিন্সিপাল মানা হচ্ছে না আজকে। ’
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি এমন পর্যায়ে গেছে, যেখানে ব্যাংক লুটপাট করা হচ্ছে। শেয়ার বাজার লুটপাট করা হচ্ছে। এমনকি বিদ্যুতের নামে সরকারি তহবিলও লুটপাট করা হচ্ছে। সেই লুটপাটকে পূরণ করার জন্য আজকে সরকার জনগণের ওপর চেপে বসেছে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আপনারা দেখছেন, যে লেখাপড়া করছে সাধারণ মানুষ, যে শিক্ষা ব্যতীত বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, তারা আজকে শিক্ষার ওপর ভ্যাট প্রয়োগ করছে। যে সেবা প্রদান করে, সেই ভ্যাট প্রদান করে। যে সেবা দেয় সে ভ্যাট কখনো প্রদান করে না। নিশ্চয়ই এ জ্ঞানটুকু অর্থমন্ত্রীর থাকা দরকার। যদি সেটা না থাকে, এটা অত্যন্ত দুঃখজনক। আর যদি সততার বাইরে করে থাকে, সেটাও দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।’