নিজেদের সমস্যায় অন্যের পরামর্শ চেয়ে আনা হচ্ছে : প্রধানমন্ত্রী
নিজেদের সমস্যা সমাধানে অন্যের কাছ থেকে পরামর্শ চেয়ে আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমান সংকট নিরসনে বিদেশি সহায়তার প্রয়োজন নেই। এ সমস্যা সমাধানে আমরা যথেষ্ট সক্ষম।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নিজস্ব মিলনায়তনে এক সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন মানবসৃষ্ট দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়। এই দুর্যোগ জাতির স্বাধীনতা, ভাষা ও অস্তিত্বের ওপর আঘাত হানছে। তিনি বলেন, ‘জাতীয় অর্জন ধরে রাখতে এবং দেশকে সামনে এগিয়ে নিতে ও জাতির মাথা উঁচু রাখতে পাল্টা আক্রমণ চালিয়ে এদের প্রতিরোধ করতে হবে। বর্তমান পরিস্থিতি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আমাদের জন্য একটি শিক্ষা।’
আওয়ামী লীগ সভানেত্রী আরো বলেন, বাংলাদেশ যখন বিশ্ব উন্নয়নের রোল মডেল, তখন আগুন দিয়ে মানুষ হত্যা করছে বিএনপি-জামায়াত। চলমান সহিংসতা কোনো রাজনীতি নয়, এটা মানুষ হত্যা। সেই সাথে এই নাশকতাকে মনুষ্যসৃষ্ট দুর্যোগ উল্লেখ করে তা মোকাবিলায় জনগণকে সতর্ক থাকার পাশাপাশি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ সেলিনা হোসেন। সেমিনারের বিষয় ছিল ‘ভাষা আন্দোলন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : নারীর প্রজ্ঞা।’ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এই সেমিনারে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জিন্নাত ইমতিয়াজ আলীও বক্তৃতা করেন।
অনুষ্ঠানে একুশের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ অনুবাদ করে মারমা, ত্রিপুরা, বম ও ম্রো ভাষায় গাওয়া হয়।

অনলাইন ডেস্ক