পুলিশে ২৭৩ জনকে পদোন্নতি
          পুলিশের লোগো         
          বাংলাদেশ পুলিশ বিভিন্ন ইউনিটের মোট ২৭৩ জন উপপরিদর্শককে (এসআই) পরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) আফরিদা রুবাইয়াত স্বাক্ষরিত পুলিশ সদর দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ২৭৩ জন উপপরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতির অনুমোদন দিয়েছেন। এর মধ্যে রয়েছেন নিরস্ত্র শাখার উপপরিদর্শক, সশস্ত্র শাখার উপপরিদর্শক ও ট্রাফিক সার্জেন্টরা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪৮ জন নিরস্ত্র উপপরিদর্শক, ৯৭ জন সশস্ত্র উপপরিদর্শক এবং ২৮ জন সিটি ও ট্রাফিক সার্জেন্ট পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন।
জনস্বার্থে জারিকৃত এই আদেশটি তাৎক্ষণিক কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

                  
                                                  বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)