নলছিটিতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌর এলাকার ভাঙ্গাদৌলা গ্রাম থেকে আজ রবিবার দুপুর ১২টার দিকে আঁখি আক্তারের (২০) লাশ উদ্ধার করা হয়। স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে নিহতের বাবা জানিয়েছেন।
আঁখি আক্তার ওই গ্রামের আনোয়ার হাওলাদারের মেয়ে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঝালকাঠি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আনোয়ার হাওলাদার জানান, চার মাস আগে সুবিদপুর গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে হয় আঁখির। বিয়ের পর স্বামীর সঙ্গে খুলনায় চলে যান তিনি । তাঁদের মধ্যে কলহ চলছিল। কিছুদিন আগে আঁখি বাড়িতে আসেন। গতকাল শনিবার রাতে স্বামীর সঙ্গে মুঠোফোনে তাঁর ঝগড়া হয়। রাতেই কোনো এক সময় গাছের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেন তিনি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, আজ সকালে বাড়ির পেছনের ঝুলন্ত অবস্থায় আঁখিকে দেখতে পেয়ে তাঁর বাবা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়েরের পর বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও ওসি জানান।