ফেসবুকে বরকত উল্লাহ বুলু ও মোস্তাক মিয়া নিহতের প্রপাগাণ্ডা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/02/mostaak.jpg)
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া! আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন খবর ছড়িয়ে পড়ে।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলনেতা সাইফ উদ্দিনের ফেসবুক আইডি থেকে বলা হয়, ‘ঢাকা থেকে সড়ক পথে কুমিল্লা আসার পথে বিএনপির কুমিল্লা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা বরকত উল্লাহ বুলু ও মোস্তাক মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনাদের মৃত্যুতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী শোকাহত। ...’
তবে খবরটি ভুয়া বলে নিশ্চিত করেছেন বিএনপিনেতা মোস্তাক মিয়া।
কেন এমন গুজব ছড়িয়েছে বিষয়টি জানতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হয় এক মাস আগে। আজ বিকেলে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয় জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি হয়েছে। কমিটিতে ১ নং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আমিরুজ্জামান আমির। এছাড়া সদস্য পদে রয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক হাজি আমিন-উর রশীদ ইয়াছিন। এর আগে ২০২২ সালে ৪১ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি করে দলটি।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/02/comilla_pic.jpg)
মূলত এই খবরে বিএনপির একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই গুজব ছাড়িয়ে দেয়। বিষয়টির সত্যতা জানতে যোগাযোগ করা হয় কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার সঙ্গে। তিনি জানান, তিনি সুস্থ আছেন। তিনি তার বাসায় আছেন।
মোস্তাক মিয়া বলেন, ভুলু ভাইও ভালো আছেন, সুস্থ আছেন। কমিটি ঘোষণার পর এক ছাত্রদলনেতা তার ফেসবুক আইডিতে এমন পোস্ট দেয়। পরে খবরটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে পড়ে।
মোস্তাক মিয়া আরও বলেন, কেন্দ্র থেকে কমিটি দেওয়া হয়েছে। এখানে আমার কোনো সম্পৃক্তা নেই।
এ বিষয়টি জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন বলেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে।’ এত দ্রুত আইডি উদ্ধার হলো কেমনে জানতে চাইলে বলেন, ‘আমি দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেছি।’