শ্রমিক নেতার মুক্তির পর সড়ক অবরোধ প্রত্যাহার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/22/photo-1424587242.jpg)
মেহেরপুরে গতকাল শনিবার রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে আটক করে যৌথ বাহিনী। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা আজ রোববার মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শ্রমিক দল ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনাকে মুক্তি দেওয়ার পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল হান্নান এ তথ্য জানিয়েছেন।
আটক অন্য চার নেতা হলেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দীন, বিএনপি নেতা ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামসুল আলম এবং সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন।
সড়ক অবরোধ চলার সময় র্যাব-৬-এর গাংনী ক্যাম্প কমান্ডার উৎপল রায় জানান, নাশকতার আশঙ্কায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচ নেতাকে আটক করে। তাঁদের সদর থানাহাজতে রাখা হয়েছে।
এ ব্যাপারে সদর থানা পুলিশের কেউ বক্তব্য দিতে রাজি হননি। এদিকে, শ্রমিক নেতা আহসান হাবিব সোনাকে আটকের প্রতিবাদে শ্রমিকরা আজ সকাল ৯টা থেকে মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও শ্রমিকদের রাস্তা থেকে সরাতে পারেনি। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ আহসান হাবিব সোনাকে মুক্তি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।