মাজার জিয়ারতে বাধার অভিযোগ মওদুদের

শান্তিপূর্ণভাবে মাজার জিয়ারতের কর্মসূচিতে গেলেও ‘বাধা দেওয়া’ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
আজ মঙ্গলবার নোয়াখালীর কবিরহাটে সিরাজপুর ইউনিয়নের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এই অভিযোগ করেন।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আমাদের একেবারে শন্তিপূর্ণ কর্মসূচি ছিল, সেখানে অনেক মানুষ ছিল। আমরা গিয়েছি জিয়ারত করতে। তারপরও পুলিশের যোগসাজসে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালানোর চেষ্টা করে।’
‘অসহনশীলতার একটি চরম দৃষ্টান্ত যে, একটা মাজার জিয়ারত করতে গেছি, সেটাও তাদের সহ্য হয় নাই। সহ্য হয় না এই কারণে যে, এত মানুষ কেন হয়। তাদের মূল ভয়টা হলো জনগণ’, যোগ করেন মওদুদ। তিনি জানান, বাধার সম্মুখীন হয়ে একপর্যায়ে পুলিশের সহযোগিতায় নিজ বাড়ি ফিরে যান।
এ সময় বিএনপি নেতা আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। সরকারের অরাজকতা বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।