বিএনপি নির্বাচন থেকে বেরিয়ে আসতে চাইছে : সেতুমন্ত্রী

বিএনপিকে নির্বাচন থেকে কেউ বাদ দিতে চায় না, তাঁরা নিজেরাই নির্বাচন থেকে সরে যেতে চাইছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার বিকেলে নোয়াখালীর কবিরহাটে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমি বলেছি যে কথা, বিএনপি এখন নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় তাঁরা এখন নানান ছলছুতায় নির্বাচন থেকে বেরিয়ে আসতে চাইতেছে। আর একটা বিষয় হইলো তাঁরা, এখন দেশে সহিংসতা সৃষ্টি করে ২০১৪ সালের মতো পরিস্থিতির সৃষ্টি করতে উঠেপড়ে লেগে গেছে।’
‘এবং সেই আলামত তাদের কথাবার্তায় তাদের যে ভাষা তাদের যে বিদ্বেষপ্রসূত ভাষা, তাদের যে বিধ্বংসী রাজনৈতিক উচ্চারণ, সেখান থেকে এটা স্পষ্ট হয়ে গেছে। বিএনপিকে কেউ বাদ দিতে চায় না। বিএনপি নিজেরাই যদি নিজেদের বাদ দেয় আমাদের কী করার আছে?’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘কোটার ওপর ভর করে ব্যর্থ, নিরাপদ সড়কের আন্দোলনের ওপর ভর করে ব্যর্থ, বিদেশিদের কাছে নালিশ করে সেখানেও ব্যর্থ বিএনপি।’