ঢাকা-গোহাটি-শিলং বাস চলাচল শুরু হবে ২ মে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ২ মে থেকে ঢাকা-গোহাটি-শিলং রুটে বাস চলাচল শুরু হবে। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হবে। আজ রোববার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকের পর মন্ত্রী এ তথ্য জানান।
ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বাসটি ঢাকা থেকে সিলেট হয়ে ভারতের গোহাটি থেকে শিলং পর্যন্ত যাবে। আগামী ২ মে থেকে পরীক্ষামূলকভাবে এই রুটে বাস সার্ভিস চালু হবে। এখন ২৬ থেকে ৩০ আসনের মিনিবাস চলবে।
পর্যায়ক্রমে যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের আসন ও সংখ্যা বাড়ানো হবে। যাত্রীদের ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধা দেওয়া হবে। এসব বাসে ইন্টারনেট সুবিধা থাকবে। ওয়াইফাই ও ট্র্যাকিং সিস্টেম চালু থাকবে।
মন্ত্রী আরো জানান, এর আগে বাংলাদেশের একটি প্রতিনিধিদল গোহাটি সফর করেছে। গোহাটির একটি প্রতিনিধিদল এই রুট দিয়ে ঢাকা আসে। তাদের ইতিবাচক সুপারিশের পরই আজকের এই সিদ্ধান্ত নেওয়া হলো।
বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।