রংপুরে রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ

দুধের দাম কমানো এবং গোখাদ্য ও ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে রংপুরের দুগ্ধ খামারের মালিক-শ্রমিকরা আজ রোববার বেলা ১১টায় নগরের সাতমাথায় মহাসড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানান। ছবি : এনটিভি
দুধের দাম কমানো এবং গোখাদ্য ও ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছেন রংপুরের দুগ্ধ খামারের মালিক-শ্রমিকরা।
আজ রোববার বেলা ১১টায় রংপুর নগরের সাতমাথায় রংপুর-ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কে শতাধিক দুগ্ধ খামারের মালিক শ্রমিক কয়েক শ লিটার দুধ রাস্তায় ঢেলে দিয়ে প্রতিবাদ জানান। সেখানে তাঁরা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তব্য দেন জেলা দুগ্ধ উৎপাদনকারী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মেছের আলী প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ৪০ টাকা লিটারের দুধ পাঁচ টাকা কমিয়ে এখন ৩৫ টাকা দরে কিনছেন মিল মালিকরা। এ ছাড়া টানা হরতাল-অবরোধের কারণে গো-খাদ্য ও ওষুধের দাম বেড়ে গেছে। এ অবস্থায়দুগ্ধ উৎপাদনের খামারগুলো বন্ধ হতে চলেছে।