নোয়াখালীতে ‘অস্ত্রসহ ৭ জলদস্যু’ আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাত ‘জলদস্যুকে’ আটক করার কথা জানিয়েছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ছয়টি দেশি বন্দুক, ১০টি গুলি ও ছয়টি রামদা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত উপজেলার চরকিং ইউনিয়নের ব্রিজবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাহবুবুল আলম শাকিল জানান, এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে হাতিয়ার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে হাতিয়া থানায় মামলা হয়েছে বলে জানান স্টেশন কমান্ডার।
আটক ব্যক্তিরা হলো নেছার, সাহাব উদ্দিন, হেলাল উদ্দিন, জামশেদ হোসেন, বাহার উদ্দিন, বেলাল হোসেন ও মাহমুদুল হক। তারা হাতিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানায় কোস্টগার্ড।