ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/18/photo-1442576804.jpg)
ঝালকাঠি সদর উপজেলা বেশাইনখান গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহেব আলী হাওলাদার (১৮) নামের এক লাইনম্যান নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামের মো. হারুনের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম তালুকদার জানান, বেশাইনখান গ্রামে পল্লী বিদ্যুতের মূল লাইনে কাজ করছিলেন সাহেব আলী। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পথে সাহেব আলীর মৃত্যু হয়।