‘বিচারপতিদের সব কথা প্রকাশ করা ঠিক না’
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘আদালত কক্ষে বিচারপতিরা যা বলেন, তার সবকিছু গণমাধ্যমে প্রকাশ করা ঠিক না।’ যেই অংশটুকু মামলার রায়ে বা আদেশে লিপিবদ্ধ হবে সেটুকুই আসা উচিত বলে মনে করেন তিনি।
আজ সুপ্রিম কোর্ট কনফারেন্স কক্ষে ল' রিপোর্টার্স ফোরামের সদস্যদের নিয়ে লিগ্যাল এইড সুপ্রিম কোর্ট শাখা ও মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি বলেন, ‘আমরা যেহেতু কথা বলি এ কথা অনেক সময়ে সংবাদপত্রে লেখা হয়। এটা নিয়ে দুই একবার হুলস্থুল কাণ্ডও হয়েছে সারা দেশে। নিশ্চয়ই আপনারা জানেন আমি কোনটার কথা ইঙ্গিত করেছি। উনি যা বলেছিলেন মৌখিকভাবে বলেছিলেন। সুতরাং আমরা বলব যে জজ সাহেবরা যা বলেন অনেক কথা অনেক সময় কথার ছলে বলে ফেলেন। যেটা অন রেকর্ড সেটাই দেওয়া উচিত।’
প্রধান বিচারপতি আরো বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছেন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সুপ্রিম কোর্ট শাখার কার্যক্রমের প্রশংসা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সুপ্রিম কোর্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সভাপতিত্বে কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ল’রিপোর্টার্স ফোরামের সভাপতি সাঈদ আহমেদ ও সাধারণ সম্পাদক হাসান জাবেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ল’রিপোর্টাস ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী আব্দুল হান্নান, সাবেক সভাপতি এম বদি-উজ-জামান, আশুতোষ সরকার প্রমুখ।