মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/20/photo-1442761751.jpg)
মেডিকেল কলেজে ভর্তীচ্ছু শিক্ষার্থীরা আজ রোববার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে। ছবি : এনটিভি
মেডিকেল কলেজে ভর্তীচ্ছু শিক্ষার্থীরা ফরিদপুরে দ্বিতীয়দিনের মতো ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সরকারের কাছে গত শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানায়। পরে ভর্তীচ্ছু শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।
এ সময় প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ফরিদপুর জেলার মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নেয়।