চট্টগ্রামে প্রধান ঈদ জামাত এম এ আজিজ স্টেডিয়ামে

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) এবং চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির (সিসিইজেসি) তত্ত্বাবধানে নগরীর ২৪৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রধান ঈদ জামাত সকাল ৮টায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ আবু নোমান এই জামাতে ইমামতি করবেন।
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
স্থানীয় প্রশাসন, সিসিসি ও সিসিইজেসি সূত্র জানায়, চট্টগ্রাম জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ এবং ধর্মীয় অন্যান্য সংগঠন বন্দরনগরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ করেছে।
নিরাপদে শান্তিপূর্ণভাবে ঈদ জামাত আয়োজন এবং অনুকূল পরিবেশে ধর্মীয় রীতি পালনে সার্বিক প্রস্তুতি নেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
সিসিইজেসি নগরীর বিভিন্ন স্থানে মোট ৯৫টি ঈদ জামায়াতের আয়োজন সম্পন্ন করেছে। সম্প্রতি জেলা প্রশাসক মেজবাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঈদ জামায়াতের স্থান চূড়ান্ত করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী ৯৫টি ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, লালদীঘি ময়দান, প্যারেড গ্রাউন্ড, পোলো গ্রাউন্ড ময়দান, শাহ আমানত শাহ (র.) দরগা ময়দান, পোর্ট কলোনি জামে মসজিদ, মহানগর পুলিশ লাইন ময়দান, আগ্রাবাদ জাম্বুরি মাঠ, বায়জিদ বোস্তামি (র.) দরগা ময়দানে একই সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
অপরদিকে সিসিসি ওয়ার্ড কাউন্সিলদের তত্ত্বাবধানে ৪১টি ওয়ার্ডে ১৫৪টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।
সম্প্রতি সিসিসি মিলনায়তনে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।