নির্বাচনী ইশতেহারে বিদ্যুৎ উৎপাদন বিষয় অন্তর্ভুক্তের দাবি
পরিবেশ বিনাশকারী বিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলো বন্ধ করে, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এই দাবিকে আগামী নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
আজ শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ এ দাবি জানান।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে, রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সব বাণিজ্যিক তৎপরতা বন্ধের দাবি জানিয়ে আনু মুহাম্মদ বলেন, ‘প্রাণপ্রকৃতি বিনাশী বিদ্যুৎকেন্দ্রমুখী পরিকল্পনা বাতিল করে সুলভ টেকসই ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের জন্য জাতীয় কমিটির বিকল্প খসড়া প্রস্তাবনার ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। নির্বাচনী ইশতেহার, অঙ্গীকার ও প্রতিশ্রুতির মধ্যে এই দাবি অন্তর্ভুক্ত করতে আমরা সব দলের প্রতি আহ্বান জানাই।’
এ বিষয়ে সন্তোষজনক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ প্রকল্পের কাজ বন্ধ রেখে, সব রাজনৈতিক দলকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান সম্মেলনে অংশগ্রহণকারী বক্তারা। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে তাদের ইশতেহারে দায়মুক্তি আইন বাতিল করে সম্পদ ব্যবহারে স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবি করা হয়।