গাজীপুরের ভোগড়া থেকে টঙ্গী পর্যন্ত ঢাকামুখী দীর্ঘ যানজট
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ঢাকামুখী পথে দীর্ঘ ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলকারী পণ্য ও পশুবাহী ট্রাক ও যাত্রী সাধারণ।
নাওজোড় হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বাহারুল ইসলাম জানান, অতি বৃষ্টিতে মহাসড়কের অনেক স্থানেই খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহনের গতি কম। তা ছাড়া ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক গাজীপুরের ভোগড়ায় এসে মিলিত হয়ে ঢাকায় প্রবেশ করেছে। ঈদকে সামনে রেখে পণ্য ও পশুবাহী ট্রাকের সংখ্যা বৃদ্ধি পওয়ায় যানবাহনের চাপ আগের তুলনায় বেশি হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে এই যানজটের সৃষ্টি হয়ে রাত ১০টা পর্যন্ত এই যানজট আরো দীর্ঘ হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিস্তৃতি লাভ করে। এতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছে । তবে যানজট নিরসনে কাজ করছে জেলা ও হাইওয়ে পুলিশ।

নাসির আহমেদ, গাজীপুর