ইসলামী ব্যাংকে মান্নার ২২ কোটি টাকা ঋণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুই বারের ডাকসু ভিপি মান্না এর আগে নির্বাচন করলেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হননি। ৭৪ বছর বয়সী স্নাতক শিক্ষাগত যোগ্যতাধারী এই প্রার্থী এবার বিএনপির নেতৃত্বাধীন নির্বাচনি জোটের সঙ্গে আসন সমঝোতায় বগুড়া থেকে নির্বাচন করছেন।
প্রাথমিক বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করলেও নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। বগুড়া-২ আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা যায় মাহমুদুর রহমান মান্না এর আগে কোনো ফৌজদারি মামরায় অভিযুক্ত হননি। বর্তমানে তার নামে কোনো মামলা নেই। তার পূর্বের ও বর্তমান পেশা ব্যবসা এবং তার স্ত্রী একজন গৃহিণী।
মান্নার ওপর নির্ভরশীলদের বাৎসরিক আয় ৪ লাখ ৪১ হাজার ২০৭ টাকা। বাড়ি ভাড়া থেকে তার নির্ভরশীলদের আয় ৬ লাখ ১২ হাজার ৫০০ টাকা। তার কাছে নগদ অর্থ আছে ৫ লাখ ৩৭ হাজার ১৫৯ টাকা। স্ত্রীর নগদ আছে ২৭ লাখ ৩০ হাজার ৩৯৭ টাকা। স্ত্রীর নামে ৩৮ লাখ টাকার স্থায়ী আমানত বা সঞ্চয়পত্র রয়েছে। মান্নার নিজের একটি মোটরযান আছে যার মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৮০ হাজার টাকা। স্ত্রীর কাছে দেড় লাখ টাকার স্বর্ণ আছে।
মাহমুদুর রহমান মান্নার স্ত্রীর নামে ১৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বাড়ি বা অ্যাপার্টমেন্ট আছে। পাশাপাশি তার স্ত্রীর নামে ১০ শতাংশ জমি আছে যার মূল্য দেখানো হয়েছে ১০ লাখ টাকা। স্ত্রীর মোট সম্পদের আনুমানিক মূল্য দেখানো হয়েছে দুই কোটি টাকা।
মাহমুদুর রহমান মান্নার ঋণ সংক্রান্ত তথ্যে দেখা যায় তার নামে ইসলামী ব্যাংকে ২২ কোটি টাকা ঋণ রয়েছে। এই ঋণ নেওয়া হয়েছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর হওয়ার সুবাদে।
২০২৫-২৬ অর্থ বছরের আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী মান্নার আয় ৯ লাখ ৬৮ হাজার টাকা। এসময়ে তার সম্পদের পরিমাণ ছিল ৩০ লাখ ৩৯ হাজার ৭৪২ টাকা। তিনি এই সময়ে আয়কর দিয়েছেন ৫৫ হাজার ২০০ টাকা। একই অর্থবছরে তার স্ত্রীর আয় ১০ লাখ ৫৩ হাজার ৭০৭ টাকা এবং সম্পদের পরিমাণ ৬৮ লাখ ৭৮ হাজার ১২৭ টাকা। তার স্ত্রী আয়কর দিয়েছেন ৪৪ হাজার ২১৪ টাকা।

এনটিভি অনলাইন ডেস্ক