অ্যাম্বুলেন্স পড়ল ভাঙা কালভার্টে, চালকের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/22/photo-1442921203.jpg)
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সর্জন ফতেপুর এলাকায় ভেঙে পড়া কালভার্টের খাদে পড়ে অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে। রাতে প্রবল বর্ষণে কালভার্টটি ভেঙে পড়ায় আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সোমবার রাতের প্রবল বর্ষণে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়েকর সর্জন ফতেপুর এলাকায় একটি কালভার্ট প্রায় ২০ ফিট সড়কসহ ভেঙে পড়ে গর্তের সৃষ্টি হয়। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক আবেদ আলী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগী রেখে মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে বাড়ি ফেরার সময় বিষয়টি বুঝতে না পেরে অ্যাম্বুলেন্স নিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আবেদ আলীর লাশ উদ্ধার করে। নিহত আবেদ আলী রহনপুর পৌর এলাকার স্টেশনপাড়া ওহাব আলীর ছেলে।
এদিকে, কালভার্ট ভেঙে পড়ায় চাঁপাইনবাবগঞ্জ সদরের সঙ্গে গোমস্তাপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে ইট বালু দিয়ে খাদ ভরাট কাজ করা হচ্ছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, কালভার্ট ভেঙে পড়ায় বিকল্প পথে যানবাহন চলাচল করছে।