চট্টগ্রামে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৬ ফার্মেসিকে দণ্ড
চট্টগ্রামে অনুমোদনবিহীন ওষুধ বিক্রির দায়ে ছয়টি ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চিকিৎসককে দেওয়া ‘বিক্রির জন্য নয়’সহ ছয় লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের আন্দরকিল্লা, চকবাজারসহ কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। অভিযানের সময় ওষুধ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সাংবাদিকদের জানান, অবৈধ ওষুধ রাখার দায়ে মেডিসিন পয়েন্ট নামের একটি ফার্মেসিকে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পিপলস ফার্মেসিকে ১০ হাজার টাকা, নিউ মেডিসিনকে ১০ হাজার টাকা, রওশন মেডিসিনকে ১০ হাজার টাকা, সায়েদ ফামের্সিকে ১০ হাজার টাকা, দামোদার মেডিকেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।