মৌলভীবাজারে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডাকাত সন্দহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ সময় আহত হয় অপর এক সহযোগী। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার কোণাগাঁও মণিপুরী পল্লীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আজ মঙ্গলবার ছয় গ্রামবাসীকে আটক করেছে।
নিহত রেজাক উপজেলার পূর্বজালালপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, রিজার্ভ ফরেস্ট এলাকার সাঙাইসাবি গ্রামের কদর আলীর বাড়িতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে একদল ডাকাত প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে।
ডাকাতরা মণিপুরী পল্লীর কোণাগাঁও হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী রেজাক মিয়া ও সাইফুলকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে।
গুরুতর আহত রেজাক ও সাইফুলকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রেজাককে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এনটিভি অনলাইনকে জানান, ঘটনায় জড়িত সন্দহে ছয় গ্রামবাসীকে আটক করা হয়েছে।

এস এম উমেদ আলী, মৌলভীবাজার