দুস্থের চাল আত্মসাতের অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে দুস্থদের মাঝে বিতরণের জন্য ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে দেবীডুবা ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) দুটি কক্ষে তাঁর রাখা ৭৫ বস্তা চাল পাওয়া যায়।
তবে আত্মসাতের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক। তবে তিনি ৩৬ বস্তা চালের কোনো হিসাব দেখাতে পারেননি।
দেবীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক ঈদের আগে গবিব-দুস্থদের মাঝে চাল বিতরণ না করে তা আত্মসাতের চেষ্টা করেছিলেন বলে এলাকাবাসী অভিযোগ করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের গুদামে ৩৯ বস্তা এবং ইউনিয়ন পরিষদের পাশে বিআরডিবির একটি কক্ষে ৩৬ বস্তা চাল পাওয়া যায়। এরপর ওই কক্ষ দুটি সিলগালা করে দেওয়া হয়।
এ ব্যাপারে দেবীডুবা ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ঈদের আগে বৃষ্টির কারণে চাল বিতরণ করা যায়নি। তাই ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ৩৯ বস্তা চাল রেখে দেওয়া হয়েছে।
কিন্তু বিআরডিবির কক্ষে রাখা ৩৬ বস্তা চালের কোনো হিসাব দিতে পারেননি এ ইউপি চেয়ারম্যান। ওই চাল কার কাছ থেকে কীভাবে পেয়েছেন তার কোনো সঠিক কাগজপত্রও দেখাতে পারেননি তিনি।
এ বিষয়ে পঞ্চগড়ের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি দুটি কক্ষ সিলগালা করে দেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।