মহাজোটের সঙ্গে এক হয়ে নির্বাচন করতে চায় যুক্তফ্রন্ট
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে এক হয়ে নির্বাচন করতে চায় যুক্তফ্রন্ট। এমনটা জানিয়ে যুক্তফ্রন্টের আহবায়ক ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘এ ব্যাপারে ইতিবাচক আলোচনা চলছে।’
আজ বুধবার রাজধানীর মধ্যবাড্ডায় বিকল্পধারার নির্বাচনী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এ কথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘যারা সরকারে আছেন সে দলের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। আমরা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছে গেছি যে আমরা আগামী নির্বাচনে তাদের সঙ্গে আমরা সহযোগিতা করব, তারা আমাদের সঙ্গে সহযোগিতা করবে।’
এ সময় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের পাশাপাশি রাষ্ট্রপতিকেও নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানান বদরুদ্দোজা চৌধুরী।
যুক্তফ্রন্টের আহ্বায়ক বলেন, ‘প্রেসিডেন্টকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। কারণ যে নির্বাচন কমিশন তাঁর কাছে ন্যস্ত হল, এরজন্য তাঁকে সুবিচার করতে হবে। দলীয় প্রভাব থেকে তাঁকে মুক্ত হতে হবে। সেভাবে যদি একটা সত্যিকারের সঠিক নির্বাচন করা যায় অবশ্যই এটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে।’ তিনি বলেন, ‘এবার নির্বাচন কোন কারনে প্রশ্নবিদ্ধ হলে এর দায় নির্বাচন কমিশন ও রাষ্ট্রপতিকে নিতে হবে।’