রংপুরে চোলাই মদপানে চারজনের মৃত্যু

রংপুরের বিহারিপাড়ায় চোলাই মদপানে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁদের পরিচয় জানাতে পারেনি তারা।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী স্থানীয় লোকজন ও চিকিৎসকদের বরাত দিয়ে চারজনের মৃত্যুর খবরটি জানান। তিনি বিস্তারিত আর কিছু জানাতে পারেননি।