সন্দ্বীপে অস্ত্রসহ গ্রেপ্তার যুবলীগ নেতা রিমান্ডে
চট্টগ্রামের সন্দ্বীপে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার যুবলীগ নেতা ও তাঁর দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।
urgentPhoto
আজ মঙ্গলবার সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. বেলাল উদ্দিন তিনজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এঁরা হলেন সন্দ্বীপ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ উল্লাহ (২৮) ও তাঁর দুই সহযোগী মানিক মিয়া ও নীরব মিয়া।
সন্দ্বীপ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সাইফুদ্দিন জানান, পুলিশ তিনজনকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার সন্দ্বীপ উপজেলার হারামিয়া এলাকায় র্যাব অভিযান চালিয়ে ২৩টি অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি একে ২২, দুটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, চারটি ওয়ান শ্যুটারগান, নয়টি সিঙ্গেল ব্যারেল রাইফেল ও পাঁচটি পাইপগান রয়েছে।
সম্প্রতি সন্দ্বীপে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা ও পশুর হাটে গুলি করে দুজনকে হত্যার পর এ অভিযান চালায় র্যাব।