মাগুরায় বিএনপি প্রার্থী মনোয়ার কারাগারে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মনোয়ার হোসেন খানকে কারাগারে পাঠানো হয়েছে।
পেট্রলবোমা হামলা মামলায় মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মো. মফিজুর রহমান আজ বৃহস্পতিবার মনোয়ারের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন বিএনপি নেতা মনোয়ার হোসেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় হাজার হাজার বিএনপি নেতাকর্মী আদালত প্রাঙ্গণে সমবেত হন।
২০১৫ সালের ২১ মার্চ মাগুরার মঘির ঢাল এলাকায় পেট্রলবোমা হামলায় পাঁচজন নিহতের মামলার আসামি বিএনপি নেতা মনোয়ার হোসেন।
মনোয়ার হোসেন আইনজীবী শাহেদ হাসান টগর দাবি করেন, তাঁর মক্কেল মনোয়ার হোসেন যেহেতু বিএনপির প্রার্থী, সে কারণে রাজনৈতিকভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে। ন্যায়বিচার না পাওয়ায় উচ্চ আদালতে যাবেন তাঁরা।