নোয়াখালীতে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ি পৌর ছাত্রদলের সভাপতি শহীদুল্লাহ লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার ভোররাতে নোয়াখালী-কুমিল্লা সীমান্তবর্তী রাস্তার পাশ থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় লিটনকে উদ্ধার করা হয়।
স্থানীয় বিএনপি নেতারা জানান, গতকাল শনিবার রাত ৯টার পর থেকেই লিটন নিখোঁজ ছিলেন। পরে আজ ভোররাতের দিকে পুলিশের সহযোগিতায় এলাকাবাসী নোয়াখালী-কুমিল্লা সীমান্তের কাছ থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করেন।
পরে আহত অবস্থায় লিটনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার উদ্দেশে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা লিটনকে গুলি করে ফেলে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, পুলিশ খবর পাওয়ার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।