পদ্মা সেতুতে কর্মরত বিদেশিদের নিরাপত্তায় সমস্যা হবে না
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প এলাকায় কর্মরত বিদেশিদের নিরাপত্তায় কোনো সমস্যা হবে না। নিরাপত্তা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।
urgentPhoto
আজ রোববার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু প্রকল্প এলাকায় মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে মন্ত্রী সেতু প্রকল্পে কর্মরত দেশি-বিদেশি কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে নিরাপত্তাবিষয়ক জরুরি বৈঠক করেন।
সম্প্রতি ঢাকার গুলশানে এক ইতালির নাগরিক ও রংপুরে এক জাপানি নাগরিককে হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে মন্ত্রী পদ্মা সেতু প্রকল্পে কর্মরত বিদেশিদের নিরাপত্তার ব্যাপারে ওই আশ্বাস দেন।
বৈঠক শেষে পদ্মা সেতুর মূল পাইলিং ও নদীশাসনের কাজের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু প্রকল্প এলাকায় থেমে থেমে বেশ কয়েকবার ভাঙন ও সেতু প্রকল্পের যন্ত্রপাতি নদীতে চলে যাওয়ায় মূল সেতুর পিলার পাইলিং ও নদীশাসনের কাজ অক্টোবরে শুরুর কথা থাকলেও তা নভেম্বরে শুরু হবে। তবে পদ্মা সেতুর কাজ এরই মধ্যে ২৫ শতাংশ সম্পূর্ণ হয়েছে বলে সেতুমন্ত্রী জানান।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের, নির্বাহী প্রকৌশলী (পুনর্বাসন) তোফাজ্জল হোসেন, চায়না মেজর ব্রিজ কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক মি. লিও, সিনোহাইড্রো কোম্পানির প্রধান নিরাপত্তা কর্মকর্তা কিনকুম, সহকারী পুলিশ সুপার মো. সামসুজ্জামান প্রমুখ।