শেরপুরের ইতিহাসে এমন উন্মাদ প্রার্থী আসে নাই, প্রিয়াংকাকে আতিক
শেরপুর-১ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক একই আসনে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকাকে উন্মাদ অভিহিত করে বলেছেন, শেরপুরের ইতিহাসে এই ধরনের উন্মাদ প্রার্থী কোনো দিন আসে নাই।
আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের চকবাজারের আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আতিউর রহমান আতিক। বিএনপির প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে ওই সংবাদ সম্মেলন করেন হুইপ ও তাঁর মেয়ে ডা. শারমিন রহমান অমি।
গতকাল সোমবার আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা শেরপুর-১ আসনের বিএনপির প্রার্থী ও তাঁর কর্মীদের ওপরে হামলা করেছে এমন অভিযোগ অস্বীকার করে আতিউর রহমান বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজেরাই (হামলার) ঘটনা ঘটিয়ে এই অবস্থার সৃষ্টি করেছে। আর সেখান থেকে এসে আমার মেয়ের গাড়ির ওপর হামলা চালিয়েছে। অর্থাৎ নির্বাচন তাদের উদ্দেশ্য নয়।’
এ আসনের বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াংকার সমালোচনা করে আতিউর রহমান বলেন, ‘শেরপুরের ইতিহাসে এই ধরনের প্রার্থী, এই ধরনের চঞ্চল, এই ধরনের অর্বাচীন, এই ধরনের উন্মাদ প্রার্থী শেরপুরের ইতিহাসে কোনোদিন আসে নাই।’
লিখিত বক্তব্যে হুইপকন্যা ডা. অমি বলেন, সোমবার বিকেলে লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে তাঁর গাড়িবহরে হামলা করে এ আসনে বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকরা। সে সময় তাঁর গাড়ির ড্রাইভার আহত হয়। শুধু তাই নয় গাড়িতে থাকা তাঁর ছোট বোনের ওপরেও হামলার চেষ্টা করা হয়। এতে তাঁর স্বামী ডা. জুয়েল আক্রান্ত হন বলে অভিযোগ করেন অমি।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও এ হামলার বিচার দাবি করে অমি বলেন, ‘আমি আমার পিতার জন্য ভোট চাইতে গিয়ে আক্রান্ত হয়েছি। আমি কী পিতার জন্য ভোট চাইতে পারব না? আমি কী আমার মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য ভোট চাইতে পারব না? শেরপুরের সব মানুষের কাছে আমি এ হামলার বিচার চাই।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।