শিখরের পক্ষে সাবেক ফুটবলারদের প্রচারণা

জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ আজ বুধবার বিকেলে মাগুরা শহরে সাইফুজ্জামান শিখরকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ছবি : এনটিভি
মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমকে নিয়ে আজ বুধবার জেলা শহরে বিশাল মিছিল বের করেন।
বিকেলে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ, শেখ আসলাম ও আলফাজ আহমেদের নেতৃত্বে শহরে নৌকা প্রতীকের পক্ষে প্রচার র্যালি বের করা হয়। পরে নোমানী ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সাবেক ফুটবলাররা সাইফুজ্জামান শিখরকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অপর দিকে মাগুরা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোয়ার হোসেন খান জেলহাজতে থাকায় তাঁর পক্ষে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আকতার হোসেনের নেতৃত্বে শহরে বিশাল প্রচার মিছিল বের হয়।